ওয়েব ডেস্ক :
মাস দুয়েক আগে রিলিজ করেছিল ‘বাহুবলি২’। সেই জ্বর থেকে বেরতে পারছে না অনেকেই। যার মধ্যে রয়েছেন বলিউডের মিষ্টি নায়িকা আলিয়া ভাট। তিনি ছবি দেখে নাকি একেবারে নায়কের প্রেমে পাগল। আর তাই নিজেকে আর আটকে রাখতে না পেরে টুইটই করে ফেলেন নায়িকা। তাতে লেখা “লাভ ইউ প্রাবস…” যার পাশে একাধিক ভালবাসার চিহ্নও দিতে ভোলেননি তিনি।
সাম্প্রতিক অতীতে অভিনেত্রী জ্যাকলিন এবং সিদ্ধার্থ মালহোত্রার চুম্বনের পোস্টার নিয়ে বিতর্কের ঝড় ওঠে। যে পোস্টার দেখে নাকি বেজায় চটে যান আলিয়া। আর তারই শোধ তুলতে নাকি এমন পোস্ট করেন তিনি। অন্তত নিন্দুকেরা তাই বলছেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন