ওয়েব ডেস্ক :
শহর জুড়ে এখন থাবা বসিয়েছে ভাইরাস র্যাহনসামওয়্যার। যার হাত থেকে নিস্তার পেলেন না খোদ কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়-এর স্ত্রী। মঙ্গলবার সকালে একথা জানান মেয়র নিজে। যদিও বিশেষ সুবিধা করতে পারেনি হ্যাকাররা। কারণ হ্যাক করতে গেলে যে-অঙ্কের টাকার প্রয়োজন ছিল, তা অ্যাকাউন্টে থাকা টাকার অঙ্কের সঙ্গে মেলেনি। যার ফলে তিনবার চেষ্টার পরও ব্যর্থ হন হ্যাকাররা। যদিও নিরাপত্তাজনিত কারনে অ্যাকাউন্টে ঠিক কত টাকা ছিল তা খোলসা করেননি মেয়র।
মেয়র এবং তাঁর স্ত্রী এক বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার হওয়ায় এখনও থানায় অভিযোগ না করলেও ব্যাঙ্কে অভিযোগ জানিয়েছেন তাঁরা। খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।