নীল বণিক:
তোলাবাজির অভিযোগে বিদ্ধ বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। অভিযোগকারী, তাঁরই এলাকার ইমারত ব্যবসায়ী মধূসূদন চক্রবর্তী। মধুসূদন বাবুর অভিযোগ ত্রিপুরা ও মেঘালয়ের নির্বাচনের জন্য সব্যসাচী দত্ত তাঁর কাছ থেকে এক কোটি টাকা দাবি করেছেন। ফেব্রুয়ারী মাসের ২-১৩ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা বলেন বিধাননগরের মেয়র। মধূসূদন বাবু সব্যসাচীর এক অনুগামীকে ২লক্ষ ৩০ হাজার দেন এবং মেয়রকে জানান বাকি টাকা দেওয়া সম্ভব নয়। সোমবার রাতে বাদবাকি টাকার জন্য সব্যসাচী দত্ত তাঁকে ফের চাপ দেন বলে অভিযোগ। তোলাবাজির অভিযোগ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনিক সব কর্তাকেই জানিয়েছেন মধূসূদন চক্রবর্তী। কিন্তু এখনও রাজ্যের কোন দফতর থেকে তাঁকে কিছুই জানান হয়নি বলে জানান মধূসুদন বাবু।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan