নিজস্ব সংবাদদাতা :
মোহনবাগানের প্রাক্তন কোচকে এবার দেখা যাবে পাহাড়ে কোচিং করাতে। তিনি সন্তোষ কাশ্যপ। শেষ সাত ম্যাচ জয় না পেয়ে ছাঁটাই হয়েছিলেন পাহাড়ি দলটির কোচ পাওলো মেনেজেস। সঙ্গে চাকরি গিয়েছিল তঁার সহকারি কোচেরও। মঙ্গলবার থেকে দলের দায়িত্ব নেন সন্তোষ। গত বছর মুম্বই এফসি–র কোচ ছিলেন তিনি। বাগানের প্রাক্তন কোচের কাছে আইজলকে লিগ টেবিলে ভাল জায়গায় শেষ করাই এখন নতুন চ্যালেঞ্জ। সন্তোষের কোচ হওয়ার খবর আইজল তাদের টুইটারে ঘোষণা করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan