ঈষাণিকা ভোরাইঃ
“চোপ সরকার চলছে”। “চোপ উন্নয়ন চলছে”। এই সরকার আর উন্নয়ন চলার ঠেলায় এরাজ্য এখন এমন এক বিষয় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে যা একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে বেশ লজ্জার বিষয়। বিষয়টা খোলাসা করেই বলা যাক।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা মন্ত্রকের এক রিপোর্ট অনুযায়ী সারাদেশে ভিখারী ও ভবঘুরের সংখ্যায় আমরা এক নম্বরে। এই লজ্জায় বাড়তি যোগ; মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা ভিখারী ও ভবঘুরের সংখ্যাতেও পশ্চিমবঙ্গ সবার ওপরে। সারাদেশে যখন এমন মহিলার সংখ্যা ১লক্ষ ৯৯ হাজার ৯৯৭ জন তখন আমাদের রাজ্যে এমন মহিলার সংখ্যা হল ৪৮ হাজার ১৫৮ জন।
দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের সংখ্যা ( ২৩ হাজার ৯৭৬ জন) অর্ধেকেরও কম।অবশ্য পুরুষ ভিখারী ও ভবঘুরের সংখ্যায় আমার সোনার বাংলা দ্বিতীয় স্থানে, রয়েছে উত্তরপ্রদেশের পর। মুখ্যমন্ত্রী প্রায় প্রতিটি সভাতেই নিয়ম করে বলেন, ১০০ দিনের কাজে আমরা এক নম্বরে, ease of doing business-এ আমরা এক নম্বরে। সত্যি এগুলো তো “গর্বের” বিষয়। কিন্তু মহিলা ভিখারী ও ভবঘুরের সংখ্যায় সারাদেশে এক নম্বরে থাকাটা যে “গ্লানির” বিষয়, এটা কি ভেবে দেখবে সরকার !!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan