নীল বণিকঃ
কংগ্রেসের মধ্যের প্রবীণ ও নবীন প্রজন্মের দ্বন্দ্ব প্রকাশ্য চলে এল। রাহুল গান্ধীর নেতৃত্বে দলে আসতে চলেছে বেশ কয়েকটি নতুন মুখ। তবে এই মুখ বদলের আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিজেদের পদ ছাড়লেন কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। ইতিমধ্যেই উত্তর প্রদেশের কংগ্রেসের সভাপতি রাজ বব্বর পদত্যাগ করেছেন। যদিও দলের তরফে তাঁকে আপাতত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। জানা যাচ্ছে পদত্যাগ করেছেন গুজরাট কংগ্রেসের প্রধান ভরত সিং সোলাঙ্কিও। গত রবিবারই কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটি গড়ার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রাহুল গান্ধীর হাতে। রাহুল দলের সহ-সভাপতি হওয়ার পর থেকেই দলে বড়সড় রদবদলের আভাস পাওয়া গিয়েছিল। বিশেষ করে সিনিয়র নেতারা পদ নিয়ে চিন্তাতেই ছিলেন। রাজনৈতিক মহলের ধারণা রাজ বব্বরের পদত্যাগ তারই প্রতিফলন। এছাড়াও গোরক্ষপুর, ফুলপুর নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলকেও দায়ি করা হচ্ছে এই সিদ্ধান্তের পিছনে। রবিবার রাহুল দলের প্লেনারি অধিবেশনে নতুন দল গঠনের ইঙ্গিত দিতেই সোমবার পদত্যাগ করেন গোয়া কংগ্রেসের সভাপতি শান্তারাম নায়েক। পদত্যাগের ফর তিনি জানান অপেক্ষাকৃত তরুণদের দলে জায়গা করে দিতে এই পদক্ষেপ নিয়েছেন ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan