নীল বণিক
মুখ্যমন্ত্রীর বকুনির পরই ঝাড়গ্রাম জেলা সভাপতির পদ খোয়ালেন চূড়ামনি মাহাতো। তাঁর জায়গায় নিয়ে আসা হল অজিত মাইতিকে। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামের অতিরিক্ত দায়িত্ব সামলেন তিনি। অপরদিকে, ঝাড়গ্রামের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হল সুকুমার হাঁসদা-কে।
এদিন ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে চূড়ামনি মাহাতোর ওপর রীতিমতো বিরক্তি প্রকাশ করেন মমতা। জনসংযোগের মাধ্যমে এলাকার উন্নয়নের কাজে নামতে নির্দেশ দিয়েছিলেন মমতা। সেই দায়িত্ত্ব নাকি ঠিক ভাবে পালন করতে পারেননি চূড়ামনি! এলাকার উন্নয়ন অত্যন্ত ধীর গতিতে চলছে বলেও বিরক্তি প্রকাশ করেন মমতা। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় চূড়ামনিকে। এলাকার উন্নয়ন কেন ঠিকভাবে হচ্ছে না? আগের মতো মাঠে নেমে কেন কাজ করছেন না তিনি? যদিও মুখ্যমন্ত্রীর প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি চূড়ামনি। কার্যত চুপই ছিলেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan