দেবক বন্দ্যোপাধ্যায় :
এবার তাহলে কি মমতার দাক্ষিণাত্য অভিযান?
এই মুহূর্তে তৃণমূল সূত্রে যা খবর, সম্ভাবনা সেই দিকেই।
বেঙ্গালুরুতে বসে মমতার কুশলী সেনাপতি প্রশান্ত কিশোর (Prashanta Kishore) আজ, শুক্রবার, বৈঠকে
বসেছেন কর্ণাটকের প্রথম সারির কংগ্রেস নেতা ও রাজ্যের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন এবং এখনো কংগ্রেসে রয়েছেন ও রাজনৈতিক ভাবে সক্রিয় রয়েছেন এমন নেতা রাজ্যে দুজন।
বীরাপ্পা মইলি এবং সিদ্দারামাইয়া।
পিকে-র বৈঠক কার সঙ্গে, সে ব্যাপারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তো বটেই, ধোঁয়াশা বজায় রাখতে চাইছে প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক ও।
মইলি বা সিদ্দারামাইয়া, যেই হোন, মমতা-অভিষেক যে এবার দেশের দক্ষিণে নজর দিয়েছেন, সূত্রের খবর অনুযায়ী তা বলাই যায়।