মহেশ্বর নাগ :
মুকুল যেদিকে, সংখ্যালঘু ভোটব্যংকের একটা বড় অংশ সেদিকেই থাকবে বলে জানিয়ে দিলেন রাজ্যের বেশ কয়েকজন সংখ্যালঘু নেতা। একান্ত ব্যক্তিগত আলোচনায় তাঁরা জানিয়েছেন, মুকুল রায় বিজেপিতে যোগ দিলে তাঁরা হয়ত সরাসরি বিজেপিতে যোগ দিতে পারবেন না, কিন্তু মুকুলের ওপর ভরসা রেখে তাঁদের সমর্থন বিজেপির দিকেই যাবে।
রাজ্যে প্রায় ২৯% সংখ্যালঘু ভোটার, যার মধ্যে ২% হিন্দিভাষী। এই মুহুর্তে তৃণমূলের দখলে প্রায় ২০% সংখ্যালঘু ভোট রয়েছে। এর মধ্যে মুকুল অনুগামী ভোটারের সংখ্যা নেহাত কম নয়। এছাড়া মতুয়া সম্প্রদায়ের একটা অংশ বিজেপির সঙ্গে থাকবে বলে জানিয়েছে ঠাকুরবাড়ির শীর্ষ কর্তারা।
সংখ্যালঘু নেতাদের সঙ্গে বিজেপি আলাদাভাবে যোগাযোগ রাখছে বলেও খবর। মুলত, উত্তর ও দক্ষিন, দুই ২৪ পরগনার আসন দখলের উপর নির্ভর করে রাজ্যে সরকার কারা গড়বে। দুই পরগনা মিলিয়ে ৬৫ টি আসন, আর সেদিকে তাকিয়ে বিজেপি ঝাঁপাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan