দেবক বন্দ্যোপাধ্যায় :
নিজের এতবড় সমাবেশের দুধে নিজেই কী এক ফোঁটা গোচোনা ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর বক্তৃতা শেষ হওয়ার আগেই এই প্রশ্ন উঠে গেল রাজনৈতিক মহলে। কিন্তু কেন? কীভাবে!
তাঁর বক্তৃতা চলাকালীন তিনি নিজেই সামনে বসে থাকা জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তাঁর কি ঘুম পেয়েছে? কয়েক হাতের মধ্যে দাঁড়িয়ে দলনেত্রী ভাষণ দিচ্ছেন এই সময় ঘুম! আপাত তুচ্ছ বিষয়টির মধ্যে গুঢ় তাৎপর্য খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। মমতার এ হেন কথা নিয়ে রসিকতাও হয়ে গেছে বিজেপির দলীয় দফতরে।
মমতা যখন কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তুলোধোনা করছেন তখন ওই জনৈক কোন আক্কেলে ঘুমিয়ে পড়লেন তা নিয়ে রসাল চর্চা শুরু হয়েছে রাজ্যের বিরোধীদলগুলির অফিসে অফিসে।
বিজেপি বলছে, সংগঠিত সমাবেশে আবেগ নেই, তাই কর্মীরা ঘুমিয়ে পড়ছেন। তৃণমূলের বক্তব্য, অনেকদুর থেকে অনেকে আসেন, ঘুম পাওয়াটা খুব একটা দোষের নয়।
সে যাই হোক বিবিধ রাজনৈতিক প্রশ্ন যেমন এদিনের সভায় তুলে ধরেছেন মমতা একই সঙ্গে একটি ‘মজা’র উপাদানও দিয়েছেন বলেই মনে করছেন রাজ্য-রাজনীতির কুশীলবরা।
আরও পড়ুন :-
রূপা কথা বললেই ধর্ষণ হয় : কবীর সুমন, দিদিকে খুশি করতে এইসব বলেছেন প্রতিক্রিয়া রূপার
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন