ওয়েব ডেস্ক:
গত কয়েক বছর ধরে ২১ জুলাই মঞ্চে বিরোধী দলের কোনও নেতা বা হাফ নেতাকে হাজির করে তাঁর হাতে তৃণমূল-পতাকা ধরিয়ে দেওয়া হত। এ বছর আর তেমন কিছু পাওয়া গেল না। অনেকেই ভাবছিলেন কী চমক অপেক্ষা করে আছে কে জানে! কেন না, ক’দিন ধরেই শোনা যাচ্ছিল দীপা দাশমুন্সির নাম। কংগ্রেসের এই নেত্রী এবং প্রাক্তন সাংসদকে নাকি ২১-এর ধর্মতলা মঞ্চে হাজির করে তৃণমূল পতাকা ধরিয়ে দেওয়া হবে হাতে। সমস্ত জল্পনা জলে! শুধু দেখা গেল ইন্দ্রাণী হালদারকে তৃণমূল দলভুক্ত করা হল। আর দুই বাচিক শিল্পী প্রণতি আর সুতপাকেও নেওয়া হল। ইন্দ্রাণী হালদার ছাড়া আর দু’জনের নাম তো লিলুয়া পেরলো সাধারণ মানুষ জানেনন না! তাই নাকের বদলে নরুণ পেয়ে খুশি থাকতে হল তৃণমূলকে।
দেখুন ভিডিয়ো
আরও পড়ুন :-
২১ জুলাই কমিশন নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (দেখুন ভিডিয়ো)
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন