ঈষানিকা ভোরাই
“ভাঙরে রোজ রোজ এই অশান্তি আর বরদাস্ত করব না। তোমাদের এই ঝামেলার জন্য যদি পঞ্চায়েত ভোটে ওখানে অন্যরকম কিছু ফল হয় তাহলে তোমাদের সবকটাকেই দল থেকে তাড়াবো”।
সূত্রের খবর, ঠিক এই ভাষাতেই ভাঙরের নেতাদের ধমক দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রায় ৮-১০ মাস চুপচাপ থাকার পর বৃহস্পতিবার আবারও অশান্ত হয়ে ওঠে ভাঙরের বেশ কিছু এলাকা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবারই জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ডেকে পাঠান ভাঙরের বিবদমান তৃণমূল নেতাদের। মন্ত্রী রেজ্জাক মোল্লা ও তাঁর গোষ্ঠীর কাইজার, নানু হোসেন ছাড়াও ছিলেন বিরুদ্ধ গোষ্ঠীর আরাবুল ও তাঁর ছেলে হাকীমুল ইসলাম। নবান্ন সূত্রে খবর, প্রথমে প্রায় এক ঘণ্টা মন্ত্রীর ঘরে বৈঠক করেন এই নেতারা। সেখানে তাঁদের পই পই করে শিখিয়ে পড়িয়ে নেন শোভন। জানিয়ে দেন, নেত্রীর সামনে গিয়ে একে অপরের বিরুদ্ধে যেন কেউ কোনও অভিযোগ না করে। ভাঙরের কি অবস্থা তা মুখ্যমন্ত্রী নিজেই সব জানেন। নেত্রী কি নির্দেশ দেন তা যেন সবাই চুপচাপ শুনে নেয়। এরপরই শোভনের নেতৃত্বে এই নেতারা যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সূত্রের খবর সেখানে মুখ্যমন্ত্রী সবাইকে একসঙ্গে মিলেমিশে চলার নির্দেশ দেন। আর পাওয়ার গ্রিড নিয়ে এলাকাবাসীর যা অভিযোগ আছে সেটা প্রশাসনিকভাবেই দেখা হবে বলেও জানিয়ে দেন তিনি। অবশ্য ভাঙড়ের ৩/৪ টি গ্রামে কিভাবে মাওবাদীদের জমায়েত বাড়ছে সেটার দিকেও তৃণমূল নেতাদের নজর দেওয়ার নির্দেশ মমতার । যদিও সরকারিভাবে দাবি করা হয়েছে ভাঙরের উন্নয়নের জন্য শুক্রবারের এই বৈঠক পূর্বনির্ধারিতই ছিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan