চ্যনেল হিন্দুস্থন ডেস্কঃ আগামী ২৮ মে দিল্লি পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি । দিল্লি সফরের কথা জানানোর পরই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি । কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, তাঁর প্রশ্ন, টাকা যদি অপব্যবহারই হয়, তাহলে এত উন্নয়ন হচ্ছে কী করে? ২৮ মে দেশের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে নীতি আয়োগের বৈঠক করবে কেন্দ্র। স্বাভাবিকভাবেই বাংলার প্রাপ্য টাকা নিয়ে সরব হবেন মমতা। তার আগেই তোপ দাগলেন বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে। বললেন, “নীতি আয়োগের বৈঠকে যাচ্ছি। ওরা তো একটাও পয়সা দেয় না। তার পর কাউকে কাউকে দিয়ে বলাচ্ছে দিলেই সব খেয়ে নেবে। যেন সব খেয়ে নিয়েছে। এত রাস্তাঘাট, এত পরিকাঠামো সব এমনি এমনি হয়েছে!” এদিন তিনি আরও বলেন, ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সবকিছুতেই বাংলা এগিয়ে । সুত্রের খবর , নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি দিল্লি সফরেই বিরোধী নেতানেত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী । বিরোধীদের সম্ভাব্য একটি মেগা বৈঠক আগামী ১৮ মে পাটনায় হওয়ার আয়োজন করা হয়েছিল । তবে সেটির দিন পিছিয়ে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের সময় করা হতে পারে বলেই জানা যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news