চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চার উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়। আর সেই আভাস পেয়েই জয়ী প্রার্থীদের টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের আনন্দে তিনি লিখলেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’ চার জেলার চার কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড জয় তৃণমূলের। একুশের বিধানসভা নির্বাচনকেও পিছনে ফেলে দিল ঘাসফুল শিবিরের এই সাফল্য। চারটি আসনে প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন তৃণমূলের চার প্রার্থী। আর তাই চূড়ান্ত ফল ঘোষণার আগেই সেলিব্রেশনে মাতেন কর্মী-সমর্থকরা। তবে অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।