চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া ভোটের আগে উপনির্বাচনে আশাতীত সাফল্য পেল কংগ্রেস। মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তের উপনির্বাচনে জয়জয়কার হাত প্রতীকের প্রার্থীদের। হিমাচলপ্রদেশের মান্ডী লোকসভা কেন্দ্রটি বিজেপি-র থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। সেখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভাকে প্রার্থী করেছিল সনিয়া গাঁধীর দল। প্রায় ৯ হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়েছেন তিনি। হিমাচলে তিনটি বিধানসভা উপনির্বাচনেও জিতে নিয়েছে কংগ্রেস। নিজেদের দখলে থাকা ২টি আসনের পাশাপাশি বিজেপি-র থেকে একটি ছিনিয়ে নিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হবেলীর একমাত্র লোকসভা আসনটি জিতেছে শিবসেনা। ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম মহারাষ্ট্রের বাইরে কোনও লোকসভা আসনে জিতেছে প্রয়াত বালাসাহেব ঠাকরে দল।
হরিয়ানার এলেনাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি-কে হারিয়েছেন আইএনএলডি প্রার্থী অভয় চৌটালা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ছোট ছেলে। উপনির্বাচনের ফের জিতে এলেন তিনি। মধ্যপ্রদেশে খণ্ডওয়া লোকসভা কেন্দ্রটি বিজেপি দখলে রাখতে পারলেও সেখানে ব্যবধান কমেছে অনেকটাই। ২০১৯ সালের লোকসভা ভোটে সেখানে ২ লক্ষ ৭৩ হাজারেরও বেশি ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী। তা নেমে এসেছে ৫০ হাজারের কাছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের রাজ্যে তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে দু’টি বিজেপি এবং একটি কংগ্রেসের দখলে গিয়েছে।