ওয়েব ডেস্ক:
বাদুড়িয়ার ঘটনার জন্য পরোক্ষে হিন্দুত্ববাদীদেরই দায়ি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করলেও নবান্নে সাংবাদিক বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ফেসবুকে কেউ কেউ বিতর্কিত ছবি পোস্ট করছেন আর সেখান থেকে জন্ম নিচ্ছে এই ধরনের অশান্তি।’ যা একেবারেই বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ফেসবুকের ছবি দেখে উত্তেজিত হয়ে গিয়ে যারা গোলমাল বাধিয়েছেন তাদেরও চরম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।