ভজন গঙ্গোপাধ্যায় :
আবার একটি অনভিপ্রেত ঘটনার সাক্ষী রইল পশ্চিমবঙ্গ।একজন দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়ার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাদুড়িয়ার রুদ্রপুর।দুই গোষ্ঠীর সংঘর্ষে বিচলিত রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরিফের পক্ষ থেকে তোহা সিদ্দিকিও বিবদমান দুই গোষ্ঠীকে শান্ত থাকার আহ্বাণ জানিয়েছেন।অগ্নি সংযোগ ভাঙচুর পথ অবরোধে এই মুহূর্তে জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রুদ্রপুর।এখনই সংযত না হলে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।ইতিমধ্যেই তিন কোম্পানি সিআরপিএফ নামানো হয়েছে। প্রয়োজনে সেনা নামানোর কথাও ভাবছে প্রশাসন। চ্যানেল হিন্দুস্তান এই ঘটনার তীব্র নিন্দা করছে। পশ্চিমবঙ্গের মাটি সম্প্রতির মাটি। এক বৃন্তে দু’টি কুসুমের সংস্কৃতি থেকে আমরা যেন সরে না যাই।
দেখুন সঙ্গের ভিডিয়ো এবং এইধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, হিংসা যেন না ছড়ায়, ফেসবুকে কোনও অর্বাচীনের বাচালতাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। প্রয়োজনে তাঁকে ব্লক করুন। হিংসার কোনও সমাধান নেই। পশ্চিমবঙ্গে হিংসার কোনও জায়গাও নেই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন