ওয়েব ডেস্ক :
এই প্রথম নবান্ন দেখল মুখ্যমন্ত্রীর থমথমে মুখ।তিনি যে অপমানিত এদিন তা তিনি কোনও কথা না বললেও বুঝতে কারো বাকি থাকত না।সাম্প্রতিক অতীতে এরকম নজির খুজে পাওয়া ভার যেখানে অপমানিত ব্যক্তিটি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর যাঁর বিরুদ্ধে অপমান করার অভিযোগ তিনি এ রাজ্যেরই রাজ্যপাল।
রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে ঠিক কি বলেছেন তা অবশ্য মুখ্যমন্ত্রী খোলসা করেননি।তবে তাঁর কথা থেকে এটুকু বোঝা গেছে রাজ্যপাল বাদুড়িয়া কান্ডের জন্য মুখ্যমন্ত্রীর দফতরকেই দায়ি করেছেন। এ রাজ্যে সংখ্যা গুরুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ও সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে জাতীয় কথা রাজ্যপাল বলেছেন বলে মনে করছেন সংশ্লিষ্ঠ মহল। কারন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাজ্যপালকে বিজেপি নেতার সঙ্গে তুলনা করেছেন, বিজেপির কিছু নেতা তাঁকে যা বোঝায় তিনি তাই বলেন জাতীয় মন্তব্যও করেছেন। যদিও বা এ সম্পর্কে রাজ্যপালের দফর থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।