নীল বণিক:
এবার মুকুলের জেলায় মমতার সভা।
ডিসেম্বরের পয়লা তারিখে হাড়োয়াতে সভা করবেন মুখ্যমন্ত্রী।
সাকার্স ময়দানে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে চ্যালেঞ্জের সুর উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূল নেতৃত্বের গলাতে। মুকুল রায় বিজেপিতে যোগ দিতেই শাসক দলের সংগঠনে সব থেকে বেশি ভাঙ্গন ধরেছে উত্তর ২৪ পরগণা জেলাতে। ব্যারাকপুর, বসিরহাট,বঁনগা, হাবড়া, বাদুড়িয়া থেকে তৃণমূল ভেঙ্গে প্রতিনিয়ত বিজেপিতে যোগদান পর্ব চলছে। মুখ্যমন্ত্রীর কাছে গোয়েন্দা মারফত খবর পৌছেছে যে এই জেলাতে আরও বেশি ভাঙ্গন ধরাতে তলেতলে বেশ সক্রিয় হয়ে উঠেছে মুকুল অনুগামীরা। তাই ডিসেম্বরের প্রথম দিনেই হাড়োয়ায় সভা করে সংগঠনকে মজবুত করতে আসরে তৃণমূল সুপ্রীমো। সূত্রের খবর তিনি আলাদা করে দলের সব স্তরের জেলার নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করতে পারেন। তাছাড়া পঞ্চায়েত ভোটের আগে সরকারের ভাবমূর্তি উজ্বল করে তুলতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করতে পারেন। জেলাতে সংগঠনে কিছু রদবদলও ঘটাতে পারেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan