প্রসেনজিৎ ধর :
কথায় আছে খিচুড়ি, অন্ন, পায়েস—- এই তিন নিয়ে মাহেশ। ভারতের দ্বিতীয় বৃহত্তম রথ। এ বছর পড়ল ৬২১-এ। আগে ছিল কাঠের। ১৩০ বছর আগে শ্যামবাজারের বসু পরিবার ২০ হাজার টাকা খরচে নতুন রথ করে দিয়েছিলেন। ৫০ ফুট উঁচু এই রথের ৯টি চুড়ো, ১টি চাকা নিয়ে রথটি চারতলা। মাহেশে জগন্নাথ মন্দির থেকে দেড় কিমি দূরে তাঁর মাসির বাড়ি। সেই মাসির রওনা হওয়ার সময় কাঁসর, ঘণ্টা বাজিয়ে রথের রশিতে টান পড়বে। রথ থামানো হয় বন্দুক ফাটিয়ে।