ওয়েব ডেস্ক:
আজ রবিবার কলকাতা শহর এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল। ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই দলের সমর্থকেরা একসঙ্গে পা মেলালেন, একসঙ্গে গলা মেলালেন। তাঁদের প্রিয় দলকে আইএসএল খেলতে না-দিলে কলকাতা মাঠে তাঁরা আইএসএল-এর খেলা দেখবেন না বলে জানালেন। দুই প্রধানের সমর্থকেরা আইএসএল বয়কট করার হুমকি দিলেন। অভিন্ন লিগ করার জন্যে হাঁটলেন। মিছিল করলেন দুই প্রধানের সমর্থকেরা কাঁধে কাঁধ মিলিয়ে।
মোহনবাগান কর্তারা কথা বললেন চার্চিল স্ট্রাইকার ক্রোমার সঙ্গে। গতবছর চার্চিলের হয়ে দুর্দান্ত খেলেছিলেন তিনি। জানা গেল, সবুজমেরুন কর্তাদের সঙ্গে কথা বলে খুশি ক্রোমা। এখন শুধু সই করার অপেক্ষা।