প্রিয়াঙ্কা সাহা
মাধুরী দীক্ষিতকে নিয়ে আমেরিকার টেলিভিশন চ্য়ানেলে কমেডি শো প্রযোজনায় হাত দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সূত্রের খবর প্রিয়ঙ্কার সঙ্গে মাধুরী নিজেও প্রযোজনা করবেন শো-টি। সিরিয়ালটির কেন্দ্রবিন্দু হল মাধুরী দীক্ষিত। দেশে মাধুরীর জীবন, ভারত থেকে কীভাবে আমেরিকায় এসে সেটল করলেন, নতুন পরিবেশে কীভাবে নিজেকে মানিয়ে নিলেন, জীবনে বৈচিত্র আনার জন্য় তিনি কী কী করলেন তা-ও থাকবে সিরিয়ালে। শোনা যাচ্ছে, টেলিভিশন চ্য়ানেলের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে । কমেডি শোটির স্ক্রিপ্ট করবেন শ্রীরাও। প্রিয়াঙ্কা এখন আপাতত আমেরিকার টিভি শো ‘কোয়ান্টিকো’তে কাজ করছেন। ‘বেওয়াচ’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। এখন দেশি গার্ল প্রিয়ঙ্কা ব্যস্ত তাঁর নতুন ছবির শুটিংয়ে। বলিউড ও হলিউডে তিনি এখন পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে। এখন দেখার প্রিয়াঙ্কা ও ধক ধক গার্ল মাধুরীর যৌথ প্রযোজনা কতটা সাফল্য পায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন