মধুমন্তী
কথায় বলে শখের দাম লাখ টাকা! মানুষের কত রকম সাদ থাকে কিন্তু সাধ্যে কুলোয় না। তবে শুধুই যে বাধা হয়ে দাঁড়ায় অর্থ তা কিন্তু নয়। এই ধরুন ছোটবেলা থেকেই আপনার শখ রয়েছে কিন্তু তা যখন পূরণ হওয়ার সময় এল ততদিনে আপনার বয়স বাধা হয়ে দাঁড়াচ্ছে। শখ-আহ্লাদ পূরণ না হয়ে মুখ ভার!
তবে এই মহিলকে দেখলে কিন্তু আপনি অনায়াসেই বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তুড়ি মেরে চ্যালেঞ্জ নিতে পারবেন। বছর ৮৮-র এই মহিলার নাম মেরি হোলো। সম্প্রতি তিনি তাঁর ইচ্ছেপূরণের তালিকায় যোগ করে ফেলেছেন স্কাইডাইভিং। চোখ কপালে নিশ্চয়! বয়সের সঙ্গে ইচ্ছে মেলাতে গিয়ে দু’বার ঢোঁক গিলছেন! সেটাই স্বাভাবিক।
কানাডীয় এই মহিলা বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয়। নিজেকে ‘ক্রেজি গ্র্যানি’ বলেও দাবি করেন। নামের সার্থকতাও বুঝিয়ে দিলেন কিছুদিন আগে। হোলো নিজে জানান, “এটা একটা অসাধারণ অনুভূতি! ভীষণ শান্তি আর ভীষণ সুন্দর ছিল সেই মুহূর্তটা।”
“মায়ের এমন সাহস দেখে আমি অভিভূত। তিনি সবসময়ই ভীষণ রোমাঞ্চিত থাকেন। সেসব কাজ করতেই ভালবাসেন যা তাঁকে চ্যালেঞ্জ করে। সেইসঙ্গে মায়ের এই খুশিতে আমি খুব আপ্লুত,’’ জানান হোলো-কন্যা সুসান।
সুসান মাকে নিজের স্বপ্নের পিছনে ছুটতে উৎসাহ দেন।
সুসান আরও বলেন, “মায়ের থেকে আমি শিখেছি জীবনে যদি সত্যিই স্বপ্ন সফল করতে হয় তবে সবার আগে নিজের স্বপ্নকে অনুভব করতে হবে। ইচ্ছেপূরণের কোনও বয়স হয় না’’, জানান কন্যা সুসান হোলো।
হোলো ৮৮ বছর বয়সে স্কাইডাইভিং করেছেন, শুনলে আরও অবাক হবেন ৮৪ বছর বয়ছে তিনি টোরন্টোর সবচেয়ে উঁচু বাড়ি থেকে বেশ কিছুক্ষণ ঝুলেও ছিলেন। এটিও তাঁর ইচ্ছা-তালিকায় ছিল।
তবে এর পরের ইচ্ছেটা শুনলে আপনার হৃদস্পন্দন খানিক বাড়তে পারে! ভবিষ্যতে রেস কার ড্রাইভ করার ইচ্ছে রয়েছে তাঁর। সেইসঙ্গে নিজের ৯০ তম জন্মদিনে তিনি চান বিখ্যাত র্যাপার পিটবুল তাঁকে নিয়ে গান বাঁধুক। তবে এই স্বপ্ন সফল হবে কিনা তা নিয়ে ধন্ধে বাড়ির লোক!
তাঁকে শাবাশ দিয়ে বলতেই হচ্ছে ধন্যি মেয়ে বটে!
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
আপনি কী সেলুনে দাড়ি কাটেন খুব সাবধান। অরক্ষিত যৌন মিলন এবং সমকামেও ভয়ংকর বিপদ