নীল বণিক:
মহিলা মোর্চার দায়িত্ব পেয়ে তৃণমূলকে রাজনৈতিকভাবে রুখতে নারীশক্তি গঠনের কথা জানালেন লকেট চট্টোপাধ্যায়। সামনেই পঞ্চায়েত ভোট। তাই শাসকদলের ক্যাডারদের আটকাতে জেলায় জেলায় এই বাহিনী গঠন করা হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীকে ম্যানেজ করতে দিল্লি গেছেন মমতা। তিনি দলের নেতাদের যতোই বাঁচানোর চেষ্টা করুন-না কেন, সব চেষ্টাই ব্যর্থ হবে বলে জানান লকেট। সেই সঙ্গে কলকাতার মেয়রকেও তীব্র কটাক্ষ করেন লকেট। তিনি আরও বলেন, রাজ্য সরকার কন্যাশ্রী দিচ্ছে। অথচ মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাই রাজ্য সরকারের বিরুদ্ধে মহিলা মোর্চার আন্দোলন তীব্র করতে দলের সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান লকেট চট্টোপাধ্যায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন