নীল বণিক
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সোমবার দলের মহিলা মোর্চার কোর কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতি জেলার পর্যবেক্ষকরা। গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রার্থীদের নাম মন্ডল থেকে ঠিক হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তবে মহিলা সংরক্ষিত সব আসনে যাতে প্রার্থী দেওয়া যায়, সেজন্যও এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে এই বৈঠকে। পাশাপাশি, তৃণমূলের আমলে বিরোধী দলের মহিলা কর্মীদের উপরে সন্ত্রাস বেড়েছে। এই সন্ত্রাস থেকে রক্ষা করতে হাত থেকে দলের মহিলা কর্মীদের রক্ষা করতে জেলায় জেলায় “ওয়ার রুম” তৈরি করবে রাজ্য বিজেপির মহিলা সংগঠন মহিলা মোর্চা। সোমবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল যে ভাবে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করবে তৃণমূল সেই ভাষাতেই জবাব দেবে বলে হুঁশিয়ারি দিলেন লকেট চ্যাটার্জি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan