নীল বণিক :
মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কী এই রাজ্যে মর্যাদা হানি হচ্ছে! কিছুদিন আগে, জাঙ্গিপাড়ায় শ্রীরামচন্দ্রের ভক্তরা পুলিশের বকুনি খেল গান বাজানো নিয়ে। এবার শ্রীরামপুরে তাদের কপালে জুটল পুলিশের ধমক রামনবমীর পতাকা লাগানোকে কেন্দ্র করে। সোমবার শ্রীরামপুরে রামনবমীর পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসায় জড়ালেন পেয়ারাপুর ফাঁড়ির পুলিশ। শনিবার, শ্রীরামপুর থানার পেয়ারাপুরের কাছে মিল্ক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ মার্চ রামনবমীর মিছিল বের হওয়ার কথা। শ্রীরামপুর থেকে একটি মিছিল বেরিয়ে সিঙ্গুর হয়ে চন্ডীতলায় গিয়ে মিশবে। তার জন্যেই ওই পতাকা লাগানো হচ্ছিল বলে খবর। কিন্তু পেয়ারাপুর ফাঁড়ির পুলিশ সেই পতাকা লাগাতে বাধা দেন বলে অভিযোগ। পাশাপাশি পতাকা লাগাবার জন্যে পুলিশের অনুমতি নেওয়ার কথাও বলেন। এই ঘটনায় রামনবমী পুজোর উদ্যোক্তরা পাল্টা বলেন, যখন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর পোষ্টার বিভিন্ন জায়গায় লাগান হয়, তখন কী তারা পুলিশের অনুমতি নেয়! এছাড়া বিষয়টি ধর্মীয় বিষয়। আর মিছিল করার জন্যে পরে পুলিশের কাছে অনুমতি নেওয়া হবে। এরপর কিছু সময়ের জন্যে তারা পতাকা লাগানো বন্ধ করে দেন। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রামনবমীর মিছিলের জন্যে এখনও পর্যন্ত কেউ পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেননি।
এই ঘটনায় আর একটি প্রশ্ন উঠে আসছে। সেটি হল রামনবমীর অনুষ্ঠানে পুলিশের এই ধরনের আচরণ যদি চলতে থাকে তাহলে একটি সম্প্রদায় কী নিজেদের উপেক্ষিত মনে করবে না! কোনও এক বিশেষ সম্প্রদায় যদি নিজেদের উপেক্ষিত মনে করে তাহলে সমাজের জন্যে তা কতটা ভাল হবে!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan