চ্যানেল হিন্দুস্তান বিনোদন ডেস্ক,
রবিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক রহস্যময়ী নারীর সঙ্গে ছবি শেয়ার করেন ভাইজান। ছবির ক্যাপশন সকলের মনে জল্পনা উস্কে দিয়। পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন ওই নারী। তাঁর কাঁধে হাত দিয়ে রেখেছেন সলমন খান। ছবির মধ্যেই লেখা ‘‘আগামিকাল আমার ভালবাসার একটা ছোট্ট নিদর্শন শেয়ার করব।’’ এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘‘তোমার পিছনে সব সময় আমি আছি।’’
অনেকেই এই ছবি দেখে নানা ধরনের জল্পনা শুরু করেছেন। তবে একটা বড় অংশের অনুমান, এই নারী অভিনেতার ভাগ্নি আলিজেহ খান অগ্নিহোত্রী।
এবার সমস্ত জল্পনাকর অবসান তিনি নিজেই মেটালেন, নিজের সোস্যাল মিডিয়ার মাধ্যমে সত্যি টা আনলেন সকলের সামনে।
সলমন খানের প্রযোজনা সংস্থা অসংখ্য নতুন অভিনেতা অভিনেত্রীদের বলিউডে সুযোগ করে দিয়েছে। এবার ২৪ শে নভেম্বর “Farrey” র হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন এই রহস্যময়ী নারী। এছাড়াও বহুদিন ধরে নিজের একটি পোশাকের ব্র্যান্ড চালান ভাইজান, এবার সেই ব্র্যান্ড নিয়ে আসতে চলেছে নারীদের জন্য নতুন উপহার। আজ নিজের সোস্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাই ভাগ করে নিয়েছেন তিনি।