ভজন গঙ্গোপাধ্যায় :
লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বীপ্রসাদ যাদব, সরলা গুপ্তা, বিজয় কোচার, বিনয় কোচার, ই কে গোয়েল এবং মেসার্স লারা প্রজেক্টস লিমিটেড-এ সিবিআই হানা দিল। অভিযোগ হল ২০০৮-এ লালুপ্রসাদ যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের টেন্ডার-দুর্নীতি হয়েছিল। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা থেকে সিবিআই লালুপ্রসাদের বাড়িতে তল্লাশি চালায় এবং লালু ও তাঁর পুত্র তেজস্বীকে জিজ্ঞাসাবাদ করে। এছাড়াও একাধিক জায়গায় রেলের টেন্ডার দুর্নীতি নিয়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই অফিসাররা।
রাজনৈতিক মহল এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে লালু-নীতীশের মতপার্থক্য দেখতে পাচ্ছে। বিভিন্ন মহল ভাবতে শুরুও করেছে লালু নাকি জোট ভেঙে বেরিয়েও আসতে পারেন! সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
জানা গেছে শুধু বিহার নয়, নয়াদিল্লির অনেক স্থানেই সিবিআই তল্লাশি চালাচ্ছে এই রেল টেন্ডার নিয়ে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন