নীল বণিক :
আগামী একুশে আগস্ট সারা দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম ব্যাঙ্ক ইউনিযানস। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর বিলগ্নিকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার । এতো দিন এই কাজ ঘুরপথে করছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই কাজ সরাসরি করছে বলে অভিযোগ ধর্মঘটি ব্যাঙ্ক ইউনিযানস গুলির।সারা দেশ জুড়ে এই ধর্মঘটে সামিল হয়েছে নটি ব্যাঙ্ক সংগঠন বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য শাখার সাধারণ সম্পাদক সন্জয দাস। তিনি আরও জানান কেন্দ্রীয় সরকার এরপর আলোচনার টেবিলে না বসলে আগামী আগস্ট মাসে ফের টানা দুই দিনের ধর্মঘটের রাস্তায় হাঁটা হবে। যদিও এর মধ্যেই লাগাতার আন্দোলনে নামতে চলেছে বলে জানান তিনি। কলকাতাতে আগামী উনিশে জুলাই একটি মহা মিছিলের ডাক দিযেছে নটি ধর্মঘটি ব্যাঙ্ক ইউনিযানস সংগঠনের যৌথ মন্চ। সেই মিছিলেমেলাতে সাধারণ মানুষ সহ বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানাচ্ছে ব্যাঙ্ক ইউনিযানস গুলি। বাইট কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করতে আগামী পনেরোই সেপ্টেম্বর দিল্লিতে যন্তরমন্তরে ধর্না কর্মসূচি পালন করবে নটি ব্যাঙ্ক ইউনিযানস সংগঠনের যৌথ মন্চ ইউনাইটেড ফোরাম ব্যাঙ্ক ইউনিযানস ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন