চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভবানীপুরের ফলাফল প্রকাশ পর অশান্তির আশঙ্কা রয়েছে। তাই রবিবার গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি থাকবে বলে ঘোষণা করে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনর সৌমেন মিত্র। ভোট গণনা নিয়েও কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচন, তাই এ ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনও আপোষ করতে নারাজ কলকাতা পুলিশ। উপনির্বাচনের আগেই ভবানীপুরের প্রতিটি বুথকে স্পর্শকাতর ঘোষণা করে কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছিল নির্বাচন কমিশন। শনিবার লালবাজার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে ভোট গণনার সময় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আগে থেকে পদক্ষেপ করছে কলকাতা পুলিশ প্রশাসন।
গণনাকেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। পাথর, আগ্নেয়াস্ত্র, আতসবাজি বা অন্য কোনও ধরনের বিস্ফোরক নিয়ে গণনাকেন্দ্রের কাছে ঘোরা যাবে না। কলকাতা পুলিশের বলবৎ করা নিয়ম ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে ভোটের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news