চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বছরের পর বছর স্পিন বিভাগে ‘রহস্য’ বজায় রেখে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আসলে গৌতম গম্ভীরের আমলে যে স্পিনের ‘জাদু’তে সাফল্য মিলেছিল, সেই রহস্য স্পিনারের ফর্মুলা ছাড়তে চায় না নাইট ম্যানেজমেন্ট। সুনীল নারিন, ব্র্যাড হগ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর পর কি নাইট দের নতুন সংযোজন সুয়শ শর্মা! লক্ষ্মীবারের ইডেনে বিরাটদের লোয়ার মিডল অর্ডারকে তছনছ করে দেওয়ার পর উনিশের এই তরুণ যে ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছেন, তাতে সন্দেহ নেই। কিন্তু এখন প্রশ্ন হল কে এই সুয়শ শর্মা?
প্রসঙ্গত, নাইটদের এই তরুণ স্পিনার একটাও প্রথম সারির ম্যাচ খেলেননি। নিজের রাজ্য দলের হয়ে কখনও খেলার সুযোগ পাননি। এমনকী কেকেআর অধিনায়ক নীতীশ রানাও জানেন না, সুয়শের বাড়ি ঠিক কোথায়!কেকেআর শিবির শুধু এইটুকু জানে, সুয়শ দিল্লির ছেলে। আইপিএলের আগে নাইটদের ট্রায়ালে এসেছিলেন। সেখান থেকেই কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নজরে আসেন তিনি। বড় মঞ্চে এই প্রথম নামলেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news