Breaking News
Home / TRENDING / বিরোধীঐক্যের সুরে কেজরিওয়াল আসছে বাংলায়, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে

বিরোধীঐক্যের সুরে কেজরিওয়াল আসছে বাংলায়, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

বিজেপিকে হারাতে চব্বিশের লোকসভা ভোটের (LokSabha Election) আগে বিরোধীঐক্য শক্তিশালী করতে তৎপর বিজেপি বিরোধীরা। তার একঝলক দেখা গেল, রবিবার দিল্লিতে আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করেছিলেন জেডি(ইউ) সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।

তারপর তিনি দেখা করতে চলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) সঙ্গে। শুধু তাই নয়, মঙ্গলবার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কেজরিওয়াল নিজেই। ইতিমধ্যে বিরোধী ৪ নেতার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সাক্ষাৎ হয়ে গিয়েছে। ফলে বিরোধী জোটের হওয়া যে শুরু হয়ে গেছে তা বলাই বাহুল্য।

আমলাদের নিয়োগ ও বদলি নিয়ে দিল্লি (Delhi) প্রশাসনের হাত থেকে বিশেষ ক্ষমতা কেড়ে নিতে নয়া অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র। সংসদের পরবর্তী অধিবেশনে তা পেশ এবং পাশ করানোর লক্ষে থাকবে, কিন্তু তা রুখতেই সমস্ত বিরোধী দলকে একজোট করার উদ্দেশে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাদের দ্বারস্থ হচ্ছেন। রবিবার দিল্লিতে নিজের বাসভবনে তার সূচনা করে দিয়েছেন।

বিহারের মুখ্যমন্ত্রী, এনডিএ (NDA) জোট ছেড়ে বেরিয়ে আসা বর্ষীয়ান নেতা নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আপ সুপ্রিমো। আর মঙ্গলবার যে তিনি কলকাতায় আসছেন, তার কারণও সেটাই স্পষ্ট। এদিকে, নীতীশ এবার যাচ্ছেন কংগ্রেস মল্লিকার্জুন খাড়গের কাছে। বিরোধী জোটের রাশ নিজেদের হাতে রাখতে চায় কংগ্রেস, এমন অভিযোগ একাধিকবার শোনা গিয়েছে অন্যান্য বিরোধী নেতানেত্রীদের মুখে।

তা নিয়ে বিস্তর ক্ষোভ উগরে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি কর্ণাটকে নির্বাচিত কংগ্রেস সরকারের শপথ অনুষ্ঠানে ছিল আপ, ভারত রাষ্ট্র সমিতির (BRS) মতো কয়েকটি বিরোধী দল। আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমাররা। রাজনৈতিক মহলের একাংশের মত, কেজরিওয়াল, কেসিআরদের তেমন গুরুত্ব দিচ্ছে না কংগ্রেস। আর সেই জায়গা থেকেই সম্ভবত কেজরি ও খাড়গের মধ্যে সম্পর্ক গড়ছেন নীতীশ কুমার।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *