চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
রাজ্যে বাজি বিস্ফোরণের কি বিশ্বসেরা তকমা কি বাংলাই আনবে ? এগরা, বজবজের পর এবার মালদহ বিস্ফোরণের ঘটনা ঘটলো। ইংরেজবাজারে মজুত করা বাজির গুদামে আগুন, পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পাশের কয়েকটি দোকানেও ছড়ায় এই আগুন। অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে একজনের।
ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় নেতাজি পৌরবাজারে বাজির দোকানটি বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। প্রত্যেকেই প্রথমে ভাবেন যে কোথাও বোমাবাজি হচ্ছে। পরে যদিও জানা যায় বাজির দোকানে আগুন লেগেছে। ওই দোকানে প্রচুর পরিমাণে বাজি ও কার্বাইড মজুত করা ছিল, যার ফলে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে।
পাশের আট-দশটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের আনার কাজ শুরু হয়। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মী অসুস্থ পর্যন্ত হয়ে পড়েন।
এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে একজনের। জানা গিয়েছে, সম্ভবত তিনি পেশায় ভ্যানচালক। এই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৩ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল ঘিরে রেখেছে ইংরেজবাজার থানার পুলিশ।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছিলেন যে, ইউক্রেন যুদ্ধেও কম বিস্ফোরণ হয়েছে, যা বাংলা বর্তমানে ঘটে চলেছে। এই বিস্ফোরণ ঘটনা নিয়ে গতকাল হুগলির জনসভা থেকেও সরব হন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news