Breaking News
Home / TRENDING / ভারতীয় দলের নয়া কিট স্পনসর করবে বিখ্যাত সংস্থা অ্যাডিডাস

ভারতীয় দলের নয়া কিট স্পনসর করবে বিখ্যাত সংস্থা অ্যাডিডাস

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এবার ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে গাঁটছড়া বাঁধছে বিখ্যাত ক্রীড়াসংস্থা অ্যাডিডাস । এবার থেকে ভারতীয় দলের জার্সি স্পনসর করবে অ্যাডিডাস, টুইট -এ এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ । আগামী মাসেই বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি সেরে ফেলবে অ্যাডিডাস। সুত্রের খবর, আপাতত ভারতীয় দলের প্রধান কিট স্পনসর হিসাবে পাঁচ বছরের চুক্তি হবে দুই পক্ষের মধ্যে। এই চুক্তির ফলে ক্রীড়াজগতে দুই তরফেরই ব্যাপক পরিচিতি বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার স্পনসর হিসাবে চুক্তি ছিল এমপিএল স্পোর্টসের। কিন্তু সেই মেয়াদ শেষের আগেই তারা দায়িত্ব ছেড়ে দেয়। তারপর সাময়িকভাবে ভারতীয় দলের স্পনসর হিসাবে দেখা যায় কেওয়াল কিরণ ক্লোদিং লিমিটেডকে। মে মাসেই তাদের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হচ্ছে। কিট স্পনসর ছাড়াও ভারতীয় দলের প্রধান স্পনসর হিসাবেও বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিল বিসিসিআই। সোমবার বোর্ড সচিব জয় শাহ ঘোষণা করেন, অ্যাডিডাসই ভারতীয় দলের কিট স্পনসর হতে চলেছে। আগামী মাস থেকেই রোহিতদের জার্সিতে বিখ্যাত জার্মান সংস্থার নাম থাকবে। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নয়া স্পনসরের জার্সি পরবেন ভারতীয় ক্রিকেটাররা। সূত্র মারফত জানা গিয়েছে, ২০২৮ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি হবে। টাই শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই নয়, বেশ কয়েকটি ম্যাচে নয়া স্পনসরের জার্সি পরেই মাঠে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল ।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *