ওয়েব ডেস্ক
হেতাল পারেখ ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযোগে ২০০৪ সালে ফাঁসি হয়েছিল ধনঞ্জয়ের। সেই ধনঞ্জয়কে নিয়েই সম্প্রতি ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল। ছবির নামও দিয়েছেন ‘ধনঞ্জয়’। তবে ছবিটির মুক্তিতে বাধ সেধেছেন ধনঞ্জয়ের পরিবার। ধনঞ্জয়ের ভাই এবং বোন ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাকে একটি চিঠি মারফৎ জানিয়েছেন, তাঁদের আপত্তি রয়েছে এই ছবির মুক্তিতে।
অন্যদিকে আগামি ১১ অগস্ট এই ছবি মুক্তির দিন ধার্য করা হয়েছে। এ বিষয়ে পরিচালক জানান, আশা করছি সমস্যার জট খুলে গেলে আমরা ওই দিনই ছবিটি রিলিজ করতে পারব।
ছবিতে এক বিচারকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে এবং নাম ভূমিকায় দেখা যাবে অনির্বান ভট্টাচার্যকে।
১৯৯০ সালে বাড়িতে অভিভাবকের অনুপস্থিতির সুযোগ নিয়ে হেতাল পারেখকে ধর্ষণ করে হত্যা করেছিলেন বাড়ির দেখভালের দায়িত্বে থাকা ধনঞ্জয়। এমনই অভিযোগ ছিল ধনঞ্জয়ের বিরুদ্ধে। যদিও ধনঞ্জয়ের ফাঁসি নিয়ে একটা সময় তুমুল বিতর্কের ঝড়ও উঠেছিল।
আজও ধনঞ্জয়ের পরিবার বিশ্বাস করেন সম্পূর্ণ নির্দোষ ছিলেন ধনঞ্জয়।
দেখুন ছবির ট্রেলার
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন