চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ কথা দিয়েছেলেন খুব তাড়াতাড়ি ঘরে ফিরবেন । কিন্তু কথা রাখা হল না। ছুটি কাটিয়ে কাজে যোগদান করেই রাজৌরিতে জঙ্গিদের গুলিতে শহিদ হলেন বাংলার জওয়ান সিদ্ধান্ত ছেত্রী। সুত্রের খবর, মাত্র দু’মাস আগে দাম্পত্য জীবন শুরু করেন সিদ্ধান্ত। দার্জিলিংয়ের বিজনবাড়ির সিদ্ধান্ত ছেত্রী ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। অবশেষে ২০১৯ সালে সেনা বাহিনীতে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যেই চাক্রিতে পদোন্নতি হয় তাঁর। ২০২১ সালে প্যারা এসএফে নিযুক্ত হন। কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ছুটি কাটিয়ে গত ১৪ এপ্রিল পুনরায় কাজে যোগ দিয়েছিলেন। স্ত্রীকে কথা দিয়ে গিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আবারও ফিরবেন। তার আগে শুক্রবার রাজৌরিতে জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গেল বছর পঁচিশের সিদ্ধান্তের দেহ। বৃহস্পতিবার পর্যন্ত ফোনে পরিবারের সঙ্গে কথাও হয় তাঁর। বৃহস্পতিবার রাত থেকে আর যোগাযোগ সম্ভব হয়নি। পরদিন অর্থাৎ শুক্রবার পরিবার কে জানানো হয়, জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন সিদ্ধান্ত। আগামী সপ্তাহের শুরুতেই দার্জিলিং -এর বাড়িতে পৌঁছবে সিদ্ধান্তের দেহ। ছেলের মৃত্যু তে শোকাহত সিদ্ধান্তের পরিবার সহ গোটা এলাকা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news