Breaking News
Home / TRENDING / কর্ণাটক

কর্ণাটক

কমলেন্দু সরকার  :

চিকমাগালুর: চারিদিকে কফির বাগান। অরণ্য, পাহাড় চিকমাগালুরের প্রধান আকর্ষণ। এখানকার সৌন্দর্য মুগ্ধ করে!

গোকর্ণ: খোলামেলা সমুদ্রসৈকত। ১০ কিমি দূরের পাম আর নারকেল গাছের ছায়াঘেরা ওম সৈকতটি চমৎকার। এখানকার সূর্যাস্ত অপূর্ব!

শ্রবণবেলগোলা: সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শেষজীবন এখানেই কাটিয়েছিলেন। ২৩০০ বছর ধরে জৈনদের শিল্পকলা, স্থাপত্য, ধর্মের প্রাণকেন্দ্র। এখানকার সবচেয়ে আকর্ষণ হল পাহাড়ের ওপর বিশ্বের উচ্চতম গ্রানাইট পাথরের গোমতেশ্বর বা বাহুবলীর মূর্তি।

হাম্পি: রামায়ণের পম্পা ক্ষেত্রই হল হাম্পি। বিজয়নগর-এর ধ্বংসাবশেষ দেখে বোঝা কত সমৃদ্ধশালী ছিল হাম্পি! খোলা আকাশের নীচে এশিয়ারর সবচেয়ে বড় উন্মুক্ত জাদুঘর!

বেঙ্গালুরু: কসমোপলিটান শহর। শহরের প্রধান আকর্ষণ মঙ্গলাদেবীর মন্দির। এখান থেকে কর্ণাটকের সর্বত্র যাওয়া যায়।
আব্বে জলপ্রপাত: পশ্চিমঘাটে অবস্থিত কাবেরী নদীর জলপ্রপাত। চারিদিকে জঙ্গল!

যোগ জলপ্রপাত: শরাবতী নদী থেকে সৃষ্টি। চারটে ধারায় নামছে।

কুদ্রেমুখ: কন্নড়ে এর অর্থ ঘোড়ার মুখ। পাহাড় আর জঙ্গলে ঘেরা। ট্রেকিং করার আদর্শ জায়গা।

শিবসমুদ্রম: কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তে। এখানে আছে পাহাড়, অরণ্য আর জলপ্রপাত। প্রচুর ওয়াইল্ড লাইফও আছে!

কীভাবে যাবেন: হাওড়া থেকে যশবন্তপুর এক্সপ্রেস এবং হাওড়া-যশবন্তপুর দুরন্ত। এখানে নেমে কাছেই বেঙ্গালুরু। গাড়ি আছে।

কোথায় থাকবেন: খোঁজ পেতে যোগাযোগ করুন– কর্ণাটক টুরিজম হাউস, (ওয়ান স্টপ শপ নং ৮, পাপান্না লেন, সেন্ট মার্কস লেন, বেঙ্গালুরু- ৫৬০০০১। ফোন- ০৮০ ৪৩৪৬ ৪৩৫১/৫২/৫৩। ০৮৯৭০৬৫০০৭১ ( সকাল ১০টা থেকে রাত ৮টা)।

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *