Home / TRENDING / দীপিকার পর ধর্মেন্দ্র-পুএের কোন গোপন কথা ফাঁস করলেন কর্ণ জোহর?

দীপিকার পর ধর্মেন্দ্র-পুএের কোন গোপন কথা ফাঁস করলেন কর্ণ জোহর?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারে শুরু হয়েছে বলিউডের অন্যতম চর্চিত শো ‘কফি উইথ কর্ণ’-এর অষ্টম সিজ়ন। তারকাদের পেটের কথা বার করতে সিদ্ধহস্ত কর্ণ। শুধু কি তাই! তারকাদের অন্দরের কথাও কিছু কম অজানা নয় তাঁর। সেই কারণে অনেক তারকাই কর্ণকে বেশ সমঝে চলেন। কর্ণ জোহরের শোয়ের দ্বিতীয় পর্বের অতিথি হয়ে আসছেন সানি ও ববি।

‘গদর ২’ এর ব্লকবাস্টার হিটের পর বলিউডে যেন পুরানো জমি ফিরে পেয়েছেন দেওল পরিবার। বেশ কয়েক বছর অভিনয় থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখেছিলেন সানি। কিন্তু তার এমন প্রত্যাবর্তন ঘটল মা একদম রাজকীয়। যদিও কিছু দিন আগেই ধর্মেন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, ‘‘দেওলরা বলিউডে যোগ্য সম্মান পায়নি।’’ কিন্তু সানির সাফল্যের পর এবার টনক নড়ল বলিউডের।

ডাক এলো কর্ণ জোহরের শোয়ের দ্বিতীয় পর্বে। যেখানে অতিথি হয়ে আসছেন সানি ও ববি। সেখানেই উঠে এলে ‘গদর ২’-এর প্রসঙ্গ। শুধু তাই নয়, সানির জীবনের এক গোপন কথাও ফাঁস করে দিলেন কর্ণ। অভিনেতাদের ইমেজই নাকি সব। তাই সেই ভাবমূর্তি নিয়ে বেশ সচেতন থাকেন তারকারা।

এ বার কর্ণ তাঁর শোয়ে জানান সানি দেওল নাকি ‘টেডি বিয়ার’ বড্ড ভালোবাসেন। খেলনা সানির বেশ পছন্দ। বড় পর্দায় সানিকে দর্শক চেনেন অ্যাকশন হিরো হিসাবে। তাঁর অধিকাংশ ছবিই অ্যাকশনধর্মী। কখনও তাঁর ‘আড়াই কিলো’ হাত দিয়ে শত্রু দমন করছেন, কখনও আবার হ্যান্ডপাম্প উপড়ে ঠান্ডা করেছেন শত্রুপক্ষকে। এ বার সেই সানিই যে এমন খেলনাপ্রিয়, তা সকলের সামনে ফাঁস করতেই খানিক লাজে রাঙা হলেন ধর্মেন্দ্র-পুত্র।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *