চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেক্স-
ফের রেল দুর্ঘটনা! এবার বিহারে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের একাধিক কামরা। বিহারের বক্সার জেলায় ফের রেল দুর্ঘটনা৷ নর্থ-ইস্ট এক্সপ্রেসের কমপক্ষে ৭টি কামরা লাইনচ্যুত বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে নিজে উদ্ধারকাজ তদারকি করছেন বক্সারের জেলার জেলাপ্রশাসক৷
সূত্রের খবর, এখনও পর্যন্ত, দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ৪০ জনকে৷ তাঁরা প্রত্যেকেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন৷
https://x.com/HansrajMeena/status/1712169331260281203?t=BF4qGtMp9uQyeA2u4edtNA&s=08
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বক্সার এবং আরার ডিএম এবং এসপির সঙ্গে কথা বলেছেন এবং আহতদের জন্য যথাযথ ব্যবস্থা করার এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দিয়েছেন।