Home / TRENDING / ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস

ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেস

চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেক্স-

ফের রেল দুর্ঘটনা! এবার বিহারে লাইনচ্যুত নর্থ-ইস্ট এক্সপ্রেসের একাধিক কামরা। বিহারের বক্সার জেলায় ফের রেল দুর্ঘটনা৷ নর্থ-ইস্ট এক্সপ্রেসের কমপক্ষে ৭টি কামরা লাইনচ্যুত বলে জানা গিয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছে নিজে উদ্ধারকাজ তদারকি করছেন বক্সারের জেলার জেলাপ্রশাসক৷

সূত্রের খবর, এখনও পর্যন্ত, দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ৪০ জনকে৷ তাঁরা প্রত্যেকেই নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন৷

https://x.com/HansrajMeena/status/1712169331260281203?t=BF4qGtMp9uQyeA2u4edtNA&s=08

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বক্সার এবং আরার ডিএম এবং এসপির সঙ্গে কথা বলেছেন এবং আহতদের জন্য যথাযথ ব্যবস্থা করার এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *