ওয়েব ডেস্ক :
বহু ঝড় ঝাপটা মাথায় নিয়ে চলছে কপিল শর্মার শো ‘দ্য কপিল শর্মা শো’। কখনও সুনীল সিং গ্রোভারের সঙ্গে তরজা তো কখনও চ্যানেলের কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা। সব নিয়ে জেরবার অবস্থা কপিলের। তবে কি সত্যিই বন্ধ হওয়ার মুখে কপিলের শো? উত্তরে শো এর আরেক অভিনেতা কিকু সারদা জানান, যা রটেছে তার সবটাই গুজব, ভুয়ো খবর। শারীরিক অসুস্থতার জন্য কপিল বেশ কয়েকদিন শুটিং করতে পারেননি। ফের শুরু হবে কাজ। তবে কপিলের টিম কবে থেকে আবার শুটিং শুরু করবে তা নিয়ে বিশেষ কিছু বলতে পারলেন না।
মাস খানেক আগে মাঝ আকাশে বিমানের মধ্যে সুনীল সিং গ্রোভারকে জুতো ছুড়ে মারেন তিনি। যার পরই সুনীল শো ছেড়ে দেওয়ার পরই শো-এর টিআরপি কমতে শুরু করে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, গত ৮ জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে টিআরপির নিরিখে কপিলের শো প্রথম পাঁচে জায়গা করতে পারেনি। যা নাকি এই শো-এর ইতিহাসে কখনও ঘটেনি। তাই ব্যবসা ভাল না যাওয়ায় বন্ধ হয়ে যেতে পারে শো।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন