ওয়েব ডেস্ক :
সময়ে অসময়ে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি, নাকাল শহরবাসি। হাঁটু জলে হাবুডুবু খাচ্ছে গোটা শহর। সেই রেশ ধরে রেখে আগামী কয়েকদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবাহাওয়া দফতর।
সেইসঙ্গে উওরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিংপং-এ ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকছে বর্ষার মরসুম। অন্যদিকে এবার পুজো এগিয়ে এসেছে সেপ্টেম্বরে। তাই ভরা পুজোর বাজার প্রবল বর্ষায় ভাসবে বলে জানাচ্ছে আলিপুর।
অন্যদিকে আজ আকাশ থাকবে মেঘলা, থাকছে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.০ (-১) সর্বোনিম্ন তাপমাত্রা ২৫.০(-১)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৯% এবং সর্বোনিম্ন ৬৪%।
যদিও নিম্নচাপের কোনও অক্ষরেখা আপাতত নেই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন