চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দলবদলুদের বিরুদ্ধে আবারও ব্যঙ্গের সুরে গান ধরে ক্ষোভ উগরে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীরামপুরের নতুন গোষ্ঠীর কালীপুজোর উদ্বোধনে হাজির হলেন তিনি। সেখানে সদ্য তৃণমূলে ফিরে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ক্লোজড চ্যাপ্টার বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, “আমি ভোটের আগে যারা বিজেপিতে ভিড়েছিল তাদের বলছি তোরা ভাই রাগ করিস নি। শুভেন্দু ভাই রাগ করিস নি। তখন আমি তো বলেছিলাম তোরা চলে যাওয়াতে। এখন আবার তোরা ফিরে আসছিস। এ রকম আরও অনেক আসবে। এবং আমাদের থেকেও আরও বেশি তোরা তৃণমূলের কাছের মানুষ হয়ে যাবি।”
প্রসঙ্গত, রবিবার ত্রিপুরার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজীবকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন শ্রীরামপুর সাংসদ। তিনি বলেছিলেন, ” ‘মমতাদি নির্বাচনী প্রচারে ডোমজুড়ে বলেছিলেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিন চারটে বাড়ি আছে গড়িয়াহাটে, তার টাকার লেনদেন চলছিল দুবাইতে, তা সত্ত্বেও কেন নেওয়া হল সেটা শীর্ষ নেতৃত্বরা বলতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের কোনও কর্মীর মনে আঘাত দিয়ে বিশ্বাসঘাতককে দলে ফেরত নেওয়া হবে না। আমি একজন দলের কর্মী। তৃণমূলে থাকতে হলে দলের শীর্ষ নেতারা যে সিদ্ধান্ত নেবেন তা মানতে হবে । তবে আমি জানি না এরকম একটা টপ টু বটম কোরাপটেড লোককে কেন দলে জয়েন করানো হল ।’’