ওয়েব ডেস্ক :
সিবিআই জেরার কথা উড়িয়ে দিলেন কাকলি ঘোষদস্তিদার। সিবিআই আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে যেতেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন সাংসদ। সংবাদ মাধ্যমের কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন কেউই তাঁর বাড়িতে আসেননি। ভুল তথ্য দেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে। তাঁর দাবি
বাড়ির সামনেই ছোটদের সম্প্রীতি ম্যাচ হওয়ার কথা তাই তিনি ব্যস্ত রয়েছেন।
তাহলে এদিন দুপুর দেড়টা নাগাদ যে তিনজন তাঁর বাড়িতে এসেছিলেন তাঁরা কারা? সিবিআই সূত্র্রের খবর এই তিনজন সিবিআইয়ের পাঠানো প্রতিনিধি। সেই প্রশ্নও সুকৌশলে উড়িয়ে দিয়েছেন সাংসদ। তাঁর দাবি তারা সিবিআইয়ের প্রতিনিধি নন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন