নীল বণিক :
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর নির্দেশে বিমল গুরুঙ্গকে ফোন রাজ্য বিজেপির সহ সভাপতি চন্দ্রকুমার বসুর। দার্জিলিং সমস্যা মেটাতে চন্দ্রকুমার বসুকে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর নির্দেশ পাওয়ার পরেই চন্দ্রকুমার বসু ফোনে মোর্চা নেতাদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। কথা বলেছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গের সঙ্গেও। সূত্রের খবর চন্দ্রকুমার বসুর মধ্যস্থতায় থাকলে আপত্তি নেই মোর্চার। যদিও মোর্চা নেতারা চন্দ্রকুমার বসুকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রকে ছাড়া আলোচনায় বসতে রাজি নয় মোর্চা। তবে মোর্চা নেতাদের এই দাবিকে সরাসরি খরিজ করেছেন চন্দ্রকুমার বসু। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনে আগে রাজ্যের সঙ্গেই আলোচনায় বসতে হবে। তারপর কেন্দ্র। চন্দ্রকুমার বসুর কথাতে কিছুটা অবশ্য সুর নরম করেছেন মোর্চা সুপ্রিমো। চন্দ্রকুমার বসু ইতিমধ্যে রাজ্যের এক শীর্ষ আমলার সঙ্গেও কথা বলেছেন বলে জানা গিয়েছে। তবে রাজ্যের তরফ থেকে এখনও সেভাবে চন্দ্রকুমার বসুকে কিছু জানানো হয়নি। দার্জিলিঙের সমস্যা মেটাতে রাজনাথ সিংয়ের ডাকে আগামী বুধবার দিল্লি যাচ্ছেন তিনি। দার্জিলিঙের সমস্যা মেটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর একটি বৈঠক হবে। যদিও চন্দ্রকুমার বসু বিজেপি নেতা হিসেবে দার্জিলিঙের সমস্যা নিয়ে মোর্চা নেতাদের সঙ্গে আলোচনায় বসেননি বলে জানান তিনি। বসু পরিবারের সদস্য হিসেবে আলোচনা করেছেন। দার্জিলিঙের সঙ্গে বসু পরিবারের আবেগ যুক্ত। আর গোর্খারা বসু পরিবারকে শ্রদ্ধা করে। তাই বসু পরিবারের মধ্যস্থতায় যদি আলোচনার রাস্তা খোলে তাতে মন্দ কী বলে জানান চন্দ্রকুমার বোস।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন