দেবক বন্দ্যোপাধ্যায়
গৌরী লঙ্কেশ হত্যার ঘটনায় এবার মুখ খুললেন কবীর সুমন।
সক্রিয় রাজনীতি থেকে সুমন শেষ কয়েক বছর দুরে রয়েছেন। অন্তত আপাতভাবে। সাংসদ জীবনে ইতি টানার পর বাংলা খেয়াল নিয়েই মজে রয়েছেন তিনি। তবু যাঁর গামে ও কথায় ছত্রে ছত্রে সমকালীন রাজনীতি প্রতিফলিত হয়, রাজনৈতিক বা সামাজিক কোনও বড় ঘটনায় তাঁর মতামত জানার আগ্রহ অনেকেরই থাকে।
যদিও কিছুদিন আগে বাদুড়িয়া কাণ্ডে তাঁর মতামত জানতে চাইলে তিনি বলেছিলেন বাদুড়িয়ার খবর তাঁর কাছে নেই। বলেছিলেন, এই ব্যাপারে কিছু জানতে পারলে তিনি মতামত দেবেন। তবে গৌরী হত্যার পর আর চুপ করে থাকলেন না সুমন। বুধবার, ফেসবুকে লিখলেন, প্রতিশোধ চাই।
আর তারপরেই আজ, বৃহস্পতিবার, চ্যানেল হিন্দুস্তানকে বললেন,”জনযুদ্ধ প্রতিশোধ নিত। সেই রকম প্রতিশোধ নিতে হবে। ওসব মিটিং-মিছিল করে কিচ্ছু হবে না।” তেলেঙ্গানায় সংগঠিত হওয়া এক সময়ের পিপলসওয়ার বা জনযুদ্ধ পরে যা আরও কয়েকটি নকশালপন্থী সংগঠনের সঙ্গে মিলে হয়ে উঠেছে আজকের সিপিআই (মাওবাদী)।
সুমন এদিন চলতি প্রতিবাদের ধরণকেও কটাক্ষ করেন। বলেন,”৮বি বাসস্ট্যান্ডে মিটিং করে দুপুরে বাড়ির ভাত খেতে গেলে প্রতিবাদ হয় না। ওসব করে কিস্যু হবে না। প্রতিশোধ নিতে হবে।”
প্রতিশোধ কার ওপর? স্পষ্ট করেননি সুমন।
তবে ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্ধারামাইয়ার কংগ্রেস সরকারের ওপর। কালবুর্গীর হত্যাকারীরা আজও কেন অধরা? প্রশ্ন তুলেছেন সুমন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan