মধুকল্পিতা চৌধুরী
দেশে সাম্প্রদায়িকতা রুখতে এবারে দেশবাসীকে বার্তা দিলেন প্রধান বিচারপতি জগদীশ সিংহ খেহর। সকলের নিজের ধর্ম ও জাতিগত পরিচয় নিয়ে গর্ব করা উচিত, সংবিধানে এমনটাই উল্লেখ আছে বলে দেশবাসীকে বার্তা দেন তিনি। এদিন তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন যে, তিনি নিজে ভারতীয় নন। তা সত্ত্বেও তিনি এদেশের মানুষের মতো যথাযত মর্যাদা পেয়েছেন। এমনকী এদেশের নাগরিক হওয়ার পর তিনি কারও থেকে পিছিয়েও নেই এমনকী কারও থেকে এগিয়েও নেই। এখানেই শেষ নয়। সাম্প্রদায়িকতা মুক্ত ভারত গড়তে তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এমনকী প্রধানমন্ত্রীর ও উদাহরণ টানেন। এদিন দেশের প্রধান বিচারপতি বলেন যে, দেশের রাষ্ট্রপতি একজন দলিত সম্প্রদায়ভুক্ত। এমনকী তাঁর শৈশব যে মাটির বাড়িতে কেটেছে, তাও জানান খেহর। তিনি আরো বলেন, দেশের উপরাষ্ট্রপতির রাজনৈতিক কেরিয়ার শুরু হয় দেওয়ালে পোস্টার সাটা দিয়ে। দেশের প্রধানমন্ত্রীর যে এক সময় চায়ের দোকান ছিল সেকথাও এদিন উল্লেখ করেন খেহর। দেশে হিংসা, সাম্প্রদায়িকতা রুখতে বারবার এক হতে দেখা গিয়েছে দেশের শীর্ষ ব্যক্তিত্বকে। এবারে আসরে নামলেন খোদ দেশের প্রধান বিচারপতি। তাঁর এই বার্তা দেশবাসী কতটা গ্রহণ করে এখন সেটাই দেখার বিষয়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন