Breaking News
Home / TRENDING / Exclusive – বাদুড়িয়ার খবর নেই সুমন-নচিকেতার কাছে, তবে মুখ খুললেন জয় গোস্বামী

Exclusive – বাদুড়িয়ার খবর নেই সুমন-নচিকেতার কাছে, তবে মুখ খুললেন জয় গোস্বামী

দেবক বন্দ্যোপাধ্যায়  :

মুসলিম সম্প্রদায় আক্রান্ত হলে বুদ্ধিজীবীরা সবর হন, রাস্তায় নামেন। হিন্দুদের সঙ্গে একই ঘটনা ঘটলে বুদ্ধিজীবীদের পাশে পায় না আক্রান্তরা। নিদেনপক্ষে কোনও সহমর্মী শব্দ জোটে না তাঁদের কপালে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের আক্ষেপ এখন প্রায়শই দেখা যায়। সাধারণত বুদ্ধিজীবীরা সমাজে একটি সম্মানীয় জায়গায় অবস্থায় করেন। তাঁদের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা সরে যাওয়া সমাজের পক্ষে মোটেই স্বাস্থ্যকর নয়। এরকমই মনে করেন সমাজবিজ্ঞানীরা। উত্তরপ্রদেশে কিছুদিন আগে ধর্মের নামে এক মুসলিম যুবা নিহত হন। সারা দেশে প্রতিবাদে নামলেন বুদ্ধিজীবীদের একাংশ। কলকাতায় পথে নামতে দেখা গেল বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেনকে। বাদুড়িয়া কাণ্ডে এখনও পর্যন্ত এমন কিছুই ঘটেনি। বুদ্ধিজীবীদের কোনও সঙ্ঘবদ্ধ প্রতিবাদ বা মিছিল চোখে পড়েনি কলকাতার রাস্তায়। তাহলে কী আক্রান্তের ধর্ম যখন হিন্দু তখন নীরব থাকাটাই দস্তুর!
বিশিষ্ট গায়ক নচিকেতা চক্রবর্তীকে এ প্রশ্ন করা হলে টেলিফোনে তিনি জানান বাদুড়িয়া সম্পর্কে তাঁর কিছুই জানা নেই। সঙ্গীতজ্ঞ ও প্রাক্তন সাংসদ কবীর সুমন এ প্রসঙ্গে বলেন যে, তিনি এখন বাংলার খেয়াল নিয়েই মজে রয়েছেন। বাদুড়িয়া কাণ্ড নিয়ে তিনি কিছুই জানেন না। এবং যা জানেন না তা নিয়ে কিছু বলতেও চাননা।তবে এ প্রসঙ্গে জানতে পারলে তিনি এ ব্যাপারে মন্তব্য করবেন বলে জানিয়েছেন।
বাংলার বঙ্গীয় বুদ্ধিজীবীদের এই সামগ্রিক নীরবতার আসরে ব্যতিক্রম একমাত্র কবি জয় গোস্বামী। জয় বলেন, ‘কোনও ঘটনায় এক জন বা দু’জন প্রতিবাদ করলেই সেটা বুদ্ধিজীবীদের পক্ষ থেকেই প্রতিবাদ করা হয় এমনটা নয়। আবার কোনও ঘটনায় একজন বা দু’জন নীরব থাকলেই সব বুদ্ধিজীবী নীরব রয়েছেন এমনটাও ভাবার কারণ নেই। আক্রান্ত যে ধর্মেরই মানুষ হোক না কেন তা সমদৃষ্টিতে দেখা উচিৎ। মতের মিল না হলে বা কোনও আচরণ খারাপ লাগলে একে অপরকে তা বুঝিয়ে বলার অবকাশ রয়েছে। শারীরীক আক্রমণ কোনও ভাবেই সমর্থন যোগ্য নয়।’  এভাবেই বাদুড়িয়ার ঘটনার নিন্দা করেন কবি জয় গোস্বামী।
কয়েকদিন আগে কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় ধর্ম না দেখে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার পক্ষে কলম ধরেছিলেন। এবার মুখ খুললেন জয় গোস্বামী।

 

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *