ওয়েব ডেস্ক :
যাঁর নেতৃত্বে সাংবাদিকদের বেধড়ক মারা হল তাঁর সঙ্গে আলাপ করে নিন। সিকিম থেকে প্রথম মহিলা আই পি এস অপরাজিতা রাই। এখন কলকাতা পুলিশের অ্যাডিশনাল ডিসি। মা রমা রাই, বাবা জ্ঞানেন্দ্র রাই। ২০১১ এবং ২০১২ সালে তিনি দুবার ইউপিএসসি পরীক্ষায় সাফল্য পেয়েছিলেন। ২০১২ সালের পরীক্ষায় তিনি ৩৫৮ র্যাংক করেছিলেন। তিনি জীবনে বহু পদক পেয়েছেন। ট্রফিও পেয়েছেন প্রচুর। তাঁর নেতৃত্বে ভারতের সাংস্কৃতিক রাজধানীর রাস্তায় সাংবাদিক নিগ্রহ তাঁর টুপিতে নতুন কোনও পালক যোগ করলো কী!
