ওয়েব ডেস্ক:
ফের সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠল ভূস্বর্গ। এদিন শ্রীনগর শহরে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। লালচকের ভিড়কে লক্ষ্য করে গ্রেনেড হামলা হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, দূরদূরান্তের বিভিন্ন এলাকার মানুষ সোমবার বাজার করতে আসেন লালচকে। সেই ব্যস্ত ভিড়কেই টার্গেট করে জঙ্গিরা।
ঘটনায় ১২ জন গুরুতর আহত হয়েছে। পরে যাদের ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিনের আহতদের অধকাংশই মহিলা। ঘটনার পরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়ে শ্রীনগরের লালচক এলাকায়। ঘটনাস্থল ঘিরে ফেলে সেনা এবং কাশ্মীর পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের সোপোরে গ্রেনেডে হামলা চালায় জঙ্গিরা। সেখানেও সাধারণ নাগরিককে টার্গেট করে বিচ্ছিন্নতাবাদীরা। ওই হামলায় ১৫ জন সাধারণ নাগরিক গুরুতর আহত হন। এছাড়াও সম্প্রতি বাংলার পাঁচ শ্রমিককে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলা হল উপত্যকায়। এবং জঙ্গিদের নিশানায় ফের সফট টার্গেট সাধারণ মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news