ওয়েব ডেস্ক:
স্তব্ধ বিমান সংস্থা ইন্ডিগোর যাবতীয় উড়ান। সোমবার সকালে সংস্থাটির সার্ভারে সমস্যা দেখা দেয়। এর ফলে দেশজুড়ে বিপাকে পড়েছেন অসংখ্য যাত্রী।
এদিন বেলা ১১টা নাগাদ টুইট করে ইন্ডিগো জানায়, তাদের নেটওয়ার্ক সার্ভার কাজ করছে না। গোটা ঘটনায় বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর কাউন্টারে ভিড় বাড়ছে। যদিও ইন্ডিগো জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। যাত্রীদের সহযোগিতা চায় বিমান সংস্থাটি।
হঠাৎ এভাবে যাবতীয় উড়ান থমকে যাওয়ায় সমস্যায় পড়েছেন বিমানযাত্রীরা। সূত্রের খবর, সার্ভার বন্ধ থাকার ফলে দেশজুড়ে ইন্ডিগোর বিমান ওঠা-নামা আপাতত বন্ধ রয়েছে। উড়ান ফের চালু হওয়ার অপেক্ষায় যাত্রীরা। অন্যদিকে যাত্রীদের সমস্যা লাঘব করার জন্য সব রকম প্রচেষ্টার আশ্বাস দিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি।
সমস্যায় পড়া যাত্রীরা ফেসবুক বা টুইটারের মাধ্যমে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন বলে জানানো হয়েছে। সেই সঙ্গে ইন্ডিগোর গ্রাহক পরিষেবা বিভাগে সরাসরি যোগাযোগের লিঙ্ক দেওয়া হয়েছে সংস্থার টুইটে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news